ফুলবাড়ি মোড় জলমগ্ন থাকায় ভোগান্তির শিকার জেলার কৃষকরা

গৌতম চৌধুরী
জেলার অন্যান্য সবজি পাইকারি বাজার গুলোর মধ্যে গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত ১০ নং উদয় অঞ্চলের ফুলবাড়ী যথেষ্ট অন্যতম।হিলি থেকে বুনিয়াদপুর সহ কুমারগঞ্জ থেকে তপন এলাকার কৃষকরা তাদের জমিতে উৎপাদিত ফসল সবজি ফুলবাড়ীর পাইকারি বাজারে বিক্রি করেন।সবজি  সহ ফসলের পাইকারি বাজারের উপযুক্ত পরিকাঠামোর থাকলেও বাজারের ঢোকার রাস্তার একটু বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ,ফলে অসুবিধায় পড়তে হয় বিভিন্ন এলাকা থেকে আসা কৃষকদের। 
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানান- বাজারে ঢোকার মুখের মেন সড়কে জল জমে থাকার বিষয়টি এলাকার দীর্ঘদিনের সমস্যা,আর এই সমস্যার কথা স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে।
এ বিষয়ে ফুলবাড়ি তে বাজারে আসা কৃষকরা জানান - ঢোকার মুখে জল জমে থাকার ফলে আমরা মাল বোঝাই করে ভটভটি নিয়ে বাজারে প্রবেশ করতে পারি না, হলে আমাদের মধ্যে অনেকেই সব্জি ও ফসলের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত থাকি।এ বাজারের লঙ্কা, ঢেঁড়স, পটল আলু, ঝিঙে সহ ধান, গম ও সরষে  প্রভৃতি ফসলের পাইকারি বাজার বসে।কিন্তু সড়কের মুখ্য জায়গা জলমগ্ন থাকার কারণেই কিছু অসাধু ব্যবসায়ী কৃষকদের উৎপাদিত ফসল রাস্তায় অনেক কম টাকায় কিনে নিচ্ছে।