সোমনাথ চৌধুরী
গোটা রাজ্যের সাথে সাথে গঙ্গারামপুর ব্লক প্রশাসনের তরফ থেকে জাতীয় ডেঙ্গু দিবস পালন করা হলো।বাড়ির আশেপাশের এলাকা যাতে পরিস্কার পরিচ্ছন্ন থাকে,বাড়ির আশেপাশে যাতে জল না জমে,কারোর সর্দি-কাশি জ্বর হলে যাতে স্থানীয় চিকিৎসকদের সাথে যোগাযোগ করেন এই সমস্ত স্লোগান তুলে জাতীয় ডেঙ্গু দিবসকে সামনে রেখে সোমবার গঙ্গারামপুর ব্লক অফিস থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি গঙ্গারামপুর শহরের। হাইস্কুল পাড়া ব্লক পাড়া সহ দত্তপাড়া পরিক্রমা করে ব্লক অফিসে এসে শেষ হয় ।অপরদিকে গঙ্গারামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির উপস্থিততে আর একটি র্যালি বাঘইট,চৌরঙ্গী থেকে কসবা হয়ে শেষ হয়।