মধুরিমা দেব: গঙ্গারামপুরে নবনির্বাচিত পৌরসভার সদস্যদের নিয়ে পুরবোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার গঙ্গারামপুর পৌরসভার পুনর্ভবা সভা কক্ষে।উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন পুরপ্রধান প্রশান্ত মিত্র, উপপুরপ্রধান জয়ন্ত দাস, ফিন্যান্স অফিসার খোকন মণ্ডল, এগজিকিউটিভ অফিসার অজিত মণ্ডল সহ নবনির্বাচিত ১৬ জন কাউন্সিলার। বৈঠকে গঙ্গারামপুর পুর এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। পুরপ্রধান প্রশান্ত মিত্র এ বিষয়ে জানান , নিকাশি, পানীয় জল, রাস্তা নির্মাণ সহ নাগরিক পরিসেবার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে ।