মধুরিমা দেব : দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মীভূত হলো দুটি দোকান। ঘটনাটি ঘটেছে এ দিন বুধবার রাত ৮টা নাগাদ। স্থানীয় সূত্রের খবর, হঠাৎ করেই এদিন রাত ৮টার দিকে স্থানীয় একটি সাইকেল মেকানিক এর দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতেও। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকাজুড়ে। আগুন লাগার বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তারা দ্রুত সংবাদ দেয় গঙ্গারামপুর দমকল বাহিনীকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে পারে। তবে এই ঘটনার জেরে ভষ্মিভূত হয়ে যায় সাইকেল মেকানিক এর দোকান এবং সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত হয় ওই দোকানের সংলগ্ন আরও দুটি দোকান। আগুন নিয়ন্ত্রণে এনে বিষয়টি খতিয়ে দেখে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে হয়তো আগুন লেগেছে।
ক্ষতিগ্রস্ত সাইকেল মেকানিক রাধা নাথ শীল জানিয়েছেন, মুহুর্তের মধ্যে অগ্নিসংযোগে তার দোকান ভস্মীভূত হয়ে গেছে। তিনি আরো বলেছেন, কিভাবে এই অগ্নিসংযোগ ঘটেছে তা নিয়ে তিনি দ্বন্ধে রয়েছেন। এই অগ্নিসংযোগের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। এ বিষয়ে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত দাস বলেন, "ক্ষতিগ্রস্ত দোকানদার যাতে সরকারি সাহায্য পায় তার দিক তার জন্য পৌরসভার তরফ থেকে চেষ্টা করা হবে"।